পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কো¤পানির ১৯ কোটি ৪৩ লক্ষ ৫৮ হাজার ৮৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৯ কোটি ৬৫ লাখ ১ হাজার ৪৮৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯.১১ পয়েন্ট বেড়ে ৫১৭৯.১৮ ডিএস-৩০ মূল্য সূচক ১.৩৩ পয়েন্ট কমে ১৯১২.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫৬ পয়েন্ট বেড়ে ১১৪৭.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ইএইচএল, বীচ হ্যাচারী, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, খুলনা প্রিন্টিং, বিএসসি, সেন্ট্রাল ফার্মা, সীম টেক্স, অগ্নি সিস্টেম ও কুইনসাউথ টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইএইচএল, ইস্কয়ার নিটিং, বিডি ফাইন্যান্স, ইপিজিএল, হামিদ ফেব্রিকস, আলিফ ম্যানুঃ, কাট্টালি টেক্সটাইল, এসএস স্টিল, এক্সিম ব্যাংক ১ম মি. ফা. ও সীম টেক্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- খুলনা প্রিন্টিং, জাহিন টেক্স, ডেল্টা স্পিনিং, রেনউইক যজ্ঞেশ^র, সেন্ট্রাল ফার্মা, ভিএএমএল আরবিবিএফ, হাক্কানি পাল্প, এআইএল, জাহিন স্পিনিং ও পেনিনসুলা চিটাগাং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৩৯৩০৫১৭১৫৪২.০০