ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া-মুদি পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), একই গ্রামের রাশেদের ছেলে সুমন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নিজাম উদ্দিন (৪০)।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুল জলিলের তার ফুফাত ভাই পার্শ্ববর্তী হোসেনপুর থানার পিপলাকান্দি গ্রামের মাসুদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নিজাম উদ্দিন নামের ৩ বন্ধু একসঙ্গে এক বোতল মেয়াদ উত্তীর্ণ হুইস্কিসহ নিজামের বাড়িতে আসে।
পরে গভীর রাতে ৪-৫জন মিলে ওই হুইস্কি (মদ) খেয়ে বেহুঁশ হয়ে পড়ে থাকে। বুধবার সারাদিন এ অবস্থায় থাকলেও হাসপাতালে নেওয়া হয়নি। পরে বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তারা মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ির এসআই শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে,তিনজন মারা যাওয়ার খবর পেয়ে মাসুদ পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
মারা যাওয়া জলীলের বোন নার্গিস বলেন, এগরে (এদের) পাপে ধরছে। না অইলে পচা মদ খাইয়া কেউ মরে? আল্লাহ ঠিক বিচার করছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ হুইস্কির (মদ) বিষক্রিয়ায় তিনজন মারা গেছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’