বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন

Posted on February 6, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগ এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে আরিফ হোসেন খানকে মনোনীত করা হয়। একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেয়া হয়। এতদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ছিলেন হুসনে আরা শিখা। তিনি রাজশাহীতে বদলি হওয়ায় আরিফ হোসেন খানকে এ দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংক।