পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ২৭৯ শতাংশ বেড়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। গত বছরের একই সময়ে লোকশান হয়েছিল ২৭ পয়সা।
তথ্য মতে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৪ টাকা ৩৬ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় যা হয়েছিল ১ টাকা ১৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ১৪১ টাকা ৬৬ পয়সা ও গত ৩০ জুন ২০২৪ সালে যা ছিল ১৩২ টাকা ৬১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -৮.৭৯ টাকা যা ২০২২ সালে ছিল ১.৭২ টাকা, ২০২১ সালে ছিল ৪.৭৪ টাকা, ২০২০ সালে ছিল ৪.৪৫ টাকা ও ২০১৯ সালে ছিল ৮.৩৩ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১৫৯.৪৭ টাকা যা ২০২২ সালে ছিল ১৩৩.৬৬ টাকা, ২০২১ সালে ছিল ১২০.৬৭ টাকা, ২০২০ সালে ছিল ১১০.৩৯ টাকা ও ২০১৯ সালে ছিল ১৪৩.৭৬ টাকা।