![]() |
তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেট্রোল পাম্প ও পরিবেশ সংরক্ষণ আইনে মাটি জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রয়ারী) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ ও বিএসটিআই কর্মকতার্সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করেন। অভিযানে ট্রেশন রোড়ের যমুনা পেট্রোল পাম্প ও মৌলভীবাজার রোডের নাহার পেট্রোল পাম্পে ওজনে কম দেওয়ায় অভিযোগের সত্যতা পাওয়া যায় ভ্রাম্যমাণ আদালত।
যমুনা পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা ও নাহার পেট্রোল পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরিবেশ সংরক্ষণ আইনে ১টি মাটিবাহন গাড়ী আটক করে মাটি জব্দ ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা ও তা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রীমঙ্গলে পেট্রোলপাম্পে অভিযান, মাটি বহনকারী গাড়িকে অর্থদণ্ড https://corporatesangbad.com/502211/ |