সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ সিহাব গ্রেপ্তার

Posted on February 5, 2025

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলার আশাশুনি উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ড. শিহাবউদ্দিন (৫৪) উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের মৃত নেয়ামুদ্দীন গাজীর ছেলে।

তিনি সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন বলেন, প্রতাপনগরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, শিহাবউদ্দিন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আ'লীগের সদস্য।