February 10, 2025 - 8:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়শ্রীমঙ্গল বাইপাস সড়কের ৩৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

শ্রীমঙ্গল বাইপাস সড়কের ৩৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরবাসীর বহুদিনের অপেক্ষার প্রতিফলন বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন পেয়েছে। শহরের ৩৫৫ কোটি টাকার এ প্রকল্পটি গত রোববার (৩রা ফেব্রুয়ারী) এক বৈঠকে অনুমোদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।।

সোমবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলায় মতবিনিময় সভায় এ তথ্য জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এখন কিছু টেকনিক্যাল কাজ বাকী রয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে।’ তিনি জানান, ‘শুধু বাইপাস প্রকল্প নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য সেচ প্রকল্পও অনুমোদন পেয়েছে। এতে মৌলভীবাজারের কৃষকরা উকৃত হবেন।’

সভায় জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোশে বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে নিত্যপণ্যের দাম কমে, অথচ আমাদের দেশে ঠিক উল্টে বেড়ে যায়। এই প্রবণতা বন্ধ করতে হবে। পাইকারি দোকানগুলোতে বিক্রয় রশিদ দেওয়া নিশ্চিত করতে হবে এবং অহেতুক দাম বাড়ানো বন্ধ করতে হবে।’

এছাড়া শ্রীমঙ্গলের পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার ও খনন, শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাশ, ইউপি সদস্য মসুদ আহমেদ প্রমূখ।

এদিকে শ্রীমঙ্গলের এই বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্য ভাবে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বহু দিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচিত সংসদ সদস্য দ্বারা কখনো এ উপজেলাবাসি নাগরিক সুবিধাটুকু ভোগ করতে পারেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমের ওয়েব সাইটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

সাইফুল ইসলাম তানভীর: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে ও ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান "দি প্লাস্টিসিটি"র সৌজন্যে সমাজে পিছিয়ে পড়া উদীয়মান খেলোয়াড়, স্কুল-কলেজের...

প্রফেশনে হঠাৎ ছন্দপতন! উন্নয়ন ও বৈষম্যহীন ঐক্যে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি

মো. মিজানুর রহমান, এফসিএস || সিএস এ্যাক্ট-২০১০ এর অধিনে নির্বাচনে প্রথম কাউন্সিলে একটি সার্বজনীন চাওয়া ছিল মি. মোহাম্মদ আসাদ উল্লাহ যেন নবগঠিত সিএস কাউন্সিলের...

সরকারকে বুদ্ধি ও বিবেকের সঙ্গে কাজ করা উচিত: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের ঘটনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,...

আইপিডিসি ফাইন্যান্স ও কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকরের মধ্যে চুক্তি সাক্ষর

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. সম্প্রতি কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেড (সিএআইডিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় গ্রাহকরা এক্সক্লুসিভ ইন্টেরিওর ডিজাইন...

লেয়ার মুরগির বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে উন্নতমানের কম্পোস্ট সার

ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের একদল গবেষক লেয়ার মুরগির বিষ্ঠা থেকে স্ট্রুভাইট সমৃদ্ধ এক ধরনের উন্নতমানের কম্পোস্ট তৈরি করেছেন, যা কৃষিক্ষেত্রে...

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল...

সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...