নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ (আইসিএসবি) এর সদস্যদের জন্য বিশেষ কো-ব্র্যান্ড ভিসা কার্ড চালু করলো ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমে এটি উদ্বোধন করা হয়।
আইসিএসবি সদস্যদের বিশেষ চাহিদা অনুযায়ী নতুন এই কার্ডটি ডিজাইন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত অডিও-ভিজুয়াল (এভি) উপস্থাপনার মাধ্যমে আইসিএসবি এবং ইবিএল-এর কার্যক্রম তুলে ধরা হয়।
এ উপলক্ষ্যে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, নতুন এই কার্ডটি ব্যবহার করে বিশ্বখ্যাত ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিএসবি সদস্য, এমপ্লয়ী এবং শিক্ষার্থীরা বিশেষ কিছু সুবিধা লাভ করতে পারবেন। এর মাধ্যমে তাদের আর্থিক স্বাধীনতা আরও প্রসারিত হবে। ইবিএল-আইসিএসবি ভিসা ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের পেশাগত ও ব্যাক্তি জীবনে সক্ষমতা বৃদ্ধি পাবে।
আইসিএসবিতে বর্তমান সদস্য সংখ্যা ৭ শতাধিক এর মধ্যে ৩ শতাধিক কার্ড হোল্ডার যেন চলতি বছরেই তৈরি হয় এই আশাবাদ ব্যক্ত করে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভবিষ্যতে আইসিএসবি সদস্যদের জন্য ইবিএলের পক্ষ থেকে আরো ভাল ভাল অফার থাকবে। যাতে করে আইসিএসবির উন্নয়নে ইবিএলের অংশীদারিত্ব এবং সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ১৫/২০ বছর আগেও কোম্পানি সেক্রেটারিদের কাজের ক্ষেত্র খুবই সীমিত ছিল। কোম্পানি সেক্রেটারিরা শুধু বোর্ড মিটিং মাইনুটস্ এর মধ্যে সীমাবন্ধ থাকতেন। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে কোম্পানি সেক্রেটারিদের কাজের ক্ষেত্র অনেক বড়। ফলে বোর্ডের ভেতরে ও বাইরে কোম্পানির টোটাল কমপ্লায়েন্স এবং গর্ভনেন্স প্রতিষ্ঠায় তাদের গুরুত্ব অস্বীকার্য। ভবিষ্যতে এই পেশার সদস্যরা অনেক বড় বড় প্রতিষ্ঠানে নির্বাহী প্রধান হিসেবে কাজ করবেন।
তিনি বলেন, বাজারে প্রচলিত যে কোন ব্যাংকের ভিসা কার্ডের চেয়ে ইবিএলের এই ভিসা কার্ডটি ব্যবহার করে আপনারা অনেক বেশি স্বাচ্ছ্যন্দবোধ করবেন। দেশে ও বিদেশে সব জায়গায়ই এই কার্ডে বিশেষ সুবিধা পাবেন। এছাড়া প্রথম বছরেই আপনাদের বাৎসরিক কোন চার্জ ছাড়াই বিনা জামানতে ১০ লাখ টাকা ক্রেডিট সুবিধা পাবেন এই কার্ডে।
আলী রেজা ইফতেখার আরো বলেন, বিগত ১১টি আইসিএসবির কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ডে ছয় বারই ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইবিএল। ফলে আইসিএসবির সাথে ইবিএলের একটি চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।
অনুষ্ঠানে আইসিএসবি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এম. নুরুল আলম এফসিএস বলেন, তিনি নিজে ইবিএলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। বাজারে প্রচলিত অন্য কার্ডের তুলনায় ইবিএলের কার্ডটি ব্যবহার করে স্বাচ্ছ্যন্দবোধ করেন তিনি।
এম নুরুল আলম এই উদ্যোগের জন্য ইবিএল-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, এই অংশীদারিত্ব আইসিএসবি সদস্যদের পেশাগত এবং ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য বিশেষায়িত পরিষেবার সাথে একটি নিরবচ্ছিন্ন ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে একটি সুন্দর পদক্ষেপ। ইবিএল-এর ক্রেডিট কার্ড সেবার উচ্চ মান এবং ব্যতিক্রমী পরিষেবার প্রশংসা করেন তিনি।
তিনি আরো বলেন, আজ থেকে আইসিএসবি ও ইবিএল পারস্পরিকভাবে একে অপরের পাশে থাকবেন।
আইসিএসবি-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনাব এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট; জনাব মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার; জনাব সেলিম আহমেদ এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব মো. শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব মো. হারুন-আর-রশীদ এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব মো. শফিকুল ইসলাম ভূইয়াঁ এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব মো. জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা; জনাব মো. শামিবুর রহমান এফসিএস, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) এবং ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ।
ইবিএল-এর পক্ষ থেকে অনুষ্ঠানে থেকে উপস্থিত ছিলেন-জনাব এম. খোরশেদ আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল ও এসএমই ব্যাংকিং; জনাব জিয়াউল করিম, হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
পরিশেষে নৈশভোজের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।
