ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহীবাসের সঙ্গে বিপরীতমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক যাত্রী মো. সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন ইজিবাইকযাত্রী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চন্ডীপাশা জোড়পুকুর পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় আহতরা হলেন- ইজিবাইক চালক উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের সাদিকুর রহমান (৫০), ছুলেমা খাতুন (৩৫), মোকসেদ আলী মাস্টার (৬০) ও অজ্ঞাত (৩২) আরেকজন।
স্থানীয়রা জানান,ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামল ছায়া যাত্রীবাহী বাস ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চন্ডীপাশা জোড়পুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা নান্দাইলগামী একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ইজিবাইককের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকযাত্রী সুমন মিয়া ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ দূর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে থাকা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. খোরশেদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।