দর বৃদ্ধির শীর্ষে এনর্জিপ্যাক পাওয়ার

Posted on February 4, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ১৪০ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৭.৩ টাকা থেকে ১৮.১ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ১৮.১ টাকা এবং সমাপনি দর ১৮.১ টাকা যা আগের কার্যদিবসে ছিল ১৬.৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.১ টাকা থেকে ৩১.৩ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা টাকা বা ৫ দশমিক ৮০ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২১.২ টাকা থেকে ২২.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২০.৭ টাকা আজকের ওপেনিং দর ছিল ২২.৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২১.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২০.২ টাকা থেকে ৩৬.৯ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা কোহিনূর ক্যামিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ৩০ টাকা বা ৫ দশমিক ৬৭ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৫৩১.২ টাকা থেকে ৫৬৫ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৫২৯.২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৫৩৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৫৫৯.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪৫৯.৫ টাকা থেকে ৮৩০ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৩১.৮ টাকা, মুন্নু সিরামিকের ৮৪ টাকা, কেডিএস এক্সেসরিজের ৩৪.৯ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫৪.৯, ইফাদ অটোসের ২৫.৯, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২ টাকা এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ২৬.২ টাকা।