প্রগতি লাইফের নাম সংশোধনে সম্মতি

Posted on February 4, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রস্তাবিত নাম সংশোধনের সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নাম ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটির নতুন নাম আজ ০৪ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৬ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটগিরিতে অবস্থান করছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩২ কোটি ৫০ লাখ টাকা এবং মোট শেয়ার ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮ টি।