পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড’-এর পরিবর্তে ‘বাংলাদেশ ল্যাম্পস পিএলসি’ হবে। আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮১ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটগিরিতে অবস্থান করছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা এবং মোট শেয়ার ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৮৭৭ টি।