সুপার স্টার সোলার টিমের টেকনিশিয়ানদের নিয়ে 'টেক মিট-২০২৫' সম্পন্ন

Posted on February 3, 2025

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি ঢাকার নিকটবর্তী একটি রিসোর্টে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো সুপার স্টার সোলার টিমের বিশেষ প্রশিক্ষণ ও বাৎসরিক উৎসব 'টেক মিট -২০২৫'। দেশের বিভিন্ন অঞ্চলের টেকনিশিয়ানদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল "দক্ষ হাতে সেরা প্রযুক্তি"।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, চিফ অপারেটিং অফিসার মিজানুর রহমান, মানবসম্পদ পরিচালক খন্দকার গোলাম আজম,ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগন।

অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও আকর্ষণীয় উপহার। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রযুক্তি খাতে দক্ষ জনবল গঠনের শপথ নিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।