পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ২১৯ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২.১ টাকা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২১.১ টাকা থেকে ২৩.১ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ২১.৩ টাকা এবং সমাপনি দর ২৩.১ টাকা যা আগের কার্যদিবসে ছিল ২১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২০ টাকা থেকে ৫১.৪ টাকার মধ্যে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনার্জিপ্যকি পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা টাকা বা ১০ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ১৬.৫ টাকার মধ্যেই। গতকালের সমাপনি দর ছিল ১৫ টাকা আজকের ওপেনিং দর ছিল ১৬.৫ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১৬.৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.১ টাকা থেকে ৩১.৩ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা ইফাদ অটোস পিএলসি আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২৩.১ টাকা থেকে ২৪.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২২.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৪ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৫.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৯.৬ টাকা থেকে ৩৯.৯ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেডের ৫৯.৯ টাকা, এসএমআইএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৬.২ টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯৯.৭ টাকা, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৩.৪ টাকা, এমএল ডাইংয়ের ১০.২ টাকা, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৭.৩ টাকা ও বঙ্গজ লিমিটেডের ১০০.৭ টাকা।