প্রিমিয়ার ব্যাংক চট্টগ্রামের কদমতলী শাখা, চুনা ফ্যাক্টরি উপ-শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

Posted on February 3, 2025

কর্পোরেট ডেস্ক: বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত কদমতলি শাখা, চুনা ফ্যাক্টরি উপ-শাখা এবং আগ্রাবাদ এটিএম উদ্বোধন করা হয়েছে।
(কদমতলি শাখাঃ রাজা সুপার মার্কেট, দ্বিতীয় তলা, প্লট নং ৬২৭, পাঠানটুলী, ডাবলমুরিং, চট্টগ্রাম। চুনা ফ্যাক্টরি উপ-শাখাঃ চুনা ফ্যাক্টরি উপ-শাখা, চট্টগ্রাম, এসকেএফ সেন্টার, দ্বিতীয় তলা, পি.সি. রোড, নয়াবাজার, পাহাড়তলী, চট্টগ্রাম। আগ্রাবাদ এটিএমঃ টাওয়ার ৭১, দ্বিতীয় তলা, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম।)

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ।