কে অ্যান্ড কিউয়ের ক্যাটাগরি পরিবর্তন

Posted on February 3, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ(বাংলাদেশ)লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইনের বিধান অনুসারে ২০ মে, ২০২৪ নির্ধারিত সময়সীমার মধ্যে অনুমোদিত লভ্যাংশ ঘোষণা না করার কারণে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ৩ শতাংশ ও ২ শতাংশ স্টক, ২০২৩ সালে নগদ ৩ শতাংশ, ২০২২ সালে ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ৫ শতাংশ স্টক, ২০২০ সালে ৪ শতাংশ নগদ ও ২০১৯ সালে ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।