পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১১ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৬৫১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১৪ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ৮১১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৩.৯১ পয়েন্ট কমে ৫১১২.৫১ ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৭ পয়েন্ট কমে ১৮৯৬.৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৯৬ পয়েন্ট কমে ১১৩৭.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ২০৬টর এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রাদার্স পিপি, এডিএন টেলিকম, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাব, এমজেএল বিডি, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং ও ইস্টার্ন লুব্রিকেন্টস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: হাক্কানি পাল্প, আরগন ডেনিমস, ইস্টার্ন লুব্রিকেন্টস, মির আকতার, এমজেএল বিডি, শিপইয়ার্ড ইন্ডাঃ, মাইডাস ফাইন্যান্স, সিভিওপিআরএল, এলআর গ্লোবাল ১ম মি. ফা. ও স্ট্যান্ডার্ড ইন্সুঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রিমিয়ার সিমেন্ট, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, শাইনপুকুর সিরামিকস, এডিএন টেলিকম, ইভেন্স টেক্সটাইল, ফার কেমিক্যালস, বিআইএফসি, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, উত্তরা ফাইন্যান্স ও ভিএএমএল বিডি মি. ফা.-১।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬২৩৯৩০৩১০৫০৪.০০।