![]() |

বিনোদন ডেস্ক : ‘আদিপুরুষ’ এর পর পরিচালক নীতেশ তিওয়ারি পরবর্তী প্রকেক্ট রামায়ণ সিনেমা। আর সেখানে রাবণ হচ্ছেন ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ যশ।
ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি রুপি নিচ্ছেন। বলিউডের জোর গুঞ্জন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪) শুরু হবে রামায়ণের শুটিং।
রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসেবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন, যে কারণে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।’
এদিকে কয়েক দিন আগেই খবর বেরিয়েছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর ছেড়ে দিচ্ছেন সিগারেট, অ্যালকোহল ও মাংস।
যশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কেজিএফ টু’। গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পায় এটি। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমা বক্স অফিসে আয় করে ১২৫০ কোটি রুপি। জানা যায়, এ সিনেমার জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন যশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| রাবণ হতে যশ নেবেন প্রায় ১৫০ কোটি https://corporatesangbad.com/50109/ |