তালায় অসহায় ও দুস্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Posted on January 26, 2025

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও শহীদ আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও কেন্দ্র বিএনপি প্রকাশা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকালে কাশীপুর বহুমুখী বিদ্যালয় মাঠে সুরুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ২০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় সরুলিয়া যুবদলের সাবেক সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কম্বল বিতরণ করেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তাফা হোসেন মন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ মমিনুর রহমান হানু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস খান, পাটকেলঘাটা থানার ছাত্রদলের সদস্য সচিব আবির হোসেন, ৩নং নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সুরুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্ত, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলিম, মো. শাহিন, সুরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আল- আমিন হোসেন শিমুল , প্রচার সম্পাদক শেখ মাহফুজুর রহমান বাবু, ওয়ার্ড যুবদলের সভাপতি শেখ জহিরুল ইসলাম প্রমুখ।