প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

Posted on January 26, 2025

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি দি প্রিমিয়ার পিএলসি’র এজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর।

শাহেদ সেকান্দার (ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার ব্যাংক সিকিরিউটিজ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে সারা দেশে প্রিমিয়ার ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২০০ টি আউটলেটের স্বত্বাধিকারী অংশ নেন এবং ব্যাংকের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন। এসইভিপি এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ আহসান উল আলম পরিচালিত এই সম্মেলনে প্রিমিয়ার ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২০২৪ সালের কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, ‘প্রিমিয়ার ব্যাংক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুল ব্যাংকিংসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং-সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে এজেন্টরাই প্রিমিয়ার ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং-সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রবাস থেকে রেমিট্যান্স আনা এবং দেশের অভ্যন্তরে প্রত্যন্ত অঞ্চলে অর্থ স্থানান্তরে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো অপরিসীম ভূমিকা পালন করে চলেছে। আমরা এজেন্টদের এই মূল্যবান ভূমিকার জন্যে কৃতজ্ঞতা জানাই।’

‘বাড়ির পাশেই ব্যাংক’ এই মূলমন্ত্র নিয়ে দেশব্যাপী প্রিমিয়ার ইসলামিক এবং কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমেও প্রিমিয়ার ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিয়ে চলেছে। এ ছাড়া গ্রাহকেরা এর মাধ্যমে সঞ্চয়, চলতি, MSS এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা। নগদ টাকা জমা ও উত্তোলন, যেকোনো ব্যাংক একাউন্টে দ্রুত ফান্ড ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদন গ্রহণ, এসএমই, কৃষি ও রিটেইল লোনের আবেদন সুবিধা, বৈদেশিক রেমিট্যান্স - এর অর্থ প্রদান, ইউটিলিটি বিল গ্রহন সহ প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।