মেহেরপুরে ইয়াবা-অস্ত্রসহ যুবক আটক

Posted on January 26, 2025

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি চাইনিজ একে ৪৭ এয়ারগান ও মাদকসহ ইমরান হেলালি প্রিন্স নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে রাতে পৌর শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুরের অধিনায়ক লেঃ কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়ি ঘেরাও করে। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি চায়না চাইনিজ একে ৪৭ এয়ারগান, ৩৭ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও তিনটি দেশীয় অস্ত্রসহ প্রিন্সকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন সাংবাদিক দের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রিন্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।