শার্শা উপজেলা বিএনপি শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি গঠন

Posted on January 25, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবশেষে যশোর জেলার শার্শা উপজেলা শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপি কর্তৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে দলের কমিটির গঠনের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার গণতান্ত্রিক ভাবে ভোট প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচনের শেষ দিন ছিল। নির্বাচনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছিল উভয় পক্ষ। যদিও সভাপতি পদে নুরুজ্জামান লিটনের অবস্থান ছিল খুবই মজবুতও ভালো।

শেষ পর্যন্ত বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠা থেকে জেলা বিএনপি ও উপজেলা বিভিন্ন সিনিয়র নেতাদের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে ভোট প্রদান ছাড়াই সকলের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন, আবুল হাসান জহির, সিনিয়র সহ-সভাপতি হলেন, সাবেক চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস। সাধারণ সম্পাদক হলেন, আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন, এ্যাড মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, তাজউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, কুদ্দুস আলী বিশ্বাস।

সাংগঠনিক সম্পাদক হলেন-আলহাজ্ব আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক হলেন, সালাহউদ্দিন আহম্মেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হলেন, আব্দুর রউফ মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক হলেন, শরিফুজ্জামান পরাগ।
সমঝোতার ভিত্তিতে কমিটি ঘোষণা হওয়ায় সাধারণ নেতা কর্মীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পরবর্তীতে এই ১১ বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।