শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরে বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে পুলিশি অভিযান চালিয়ে তাদের আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তারা, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর রহমান হত্যা মামলার (মামলা নম্বর: ৫০/৯/২০২৪) অভিযুক্ত। এ মামলায় তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে রয়েছে।
অন্যদিকে, শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলার অন্যান্য তথ্য পরে জানানো হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় হত্যা মামলায় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার https://corporatesangbad.com/500700/ |