ইসলামে মনোযোগ বাড়াতে অভিনয় ছেড়েছেন তামিম মৃধা

Posted on January 25, 2025

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও তার বেশ পরিচিতি। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন।

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

এদিকে নেটিজেনরা তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন। রফিকুল মাসুদ নামে একজন লিখেছেন, ‘আল্লাহ তামিম মৃধাকে হেদায়ত দান করুন, সরল পথে পরিচালিত করুন। দুনিয়া ও আখেরাতের সফলতা দান করুন।’

নাসির আরফাত লিখেছেন, ‘এটা একটি সাহসী পদক্ষেপ, মাশাল্লাহ।’ আরেকজনের ভাষ্য, ‘মাশাআল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, তামিম।’

আরও পড়ুন:

অপহরণের চেষ্টা, লাফ দিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম

৩ বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি আসিফের

বিয়ে করলেন অভিনেত্রী তমালিকা কর্মকার