নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে বাস্তা মনিং গ্লোরি স্কুল মাঠে জাকজমকপূর্ণভাবে বৃত্তি প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান ও সেই সাথে অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক - রাম চন্দ্র মজুমদার, বাবু বিশ্বনাথ রায়, অণিমা রায়, মো: নূরুল হক ও মোঃ শরবেশ আলীকে সংবর্ধনাসহ বিশেষ সম্মাননা দেয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আল- মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - অতিরিক্ত সচিব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস,সুপ্রীম কোর্টের আইনজীবি আব্দুর রহমান, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সুপ্রীম কোর্টের আইনজীবি মো: নূরুল ইসলাম, হাউজ বিল্ডিংয়ের ডেপুটি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক খান, ঢাকা মেট্রোপলিটনের এডিসি মোঃ খলিলুর রহমান, মানিকগঞ্জ যুব উন্নয়নের সহকারি পরিচালক মো: মাজহারুল হক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শরবেশ আলী ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র জিসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত মুক্তিযোদ্ধা শামসুল হক খানের ছোট ছেলে অতিরিক্ত কর কমিশনার মাসুম বিল্লাহ সানি। এর আগে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন - সাবেক সাভার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন সরকার।
সবশেষে মর্নিং গ্লোরি স্কুলের শিক্ষার্থী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মুক্তিযোদ্ধা শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান https://corporatesangbad.com/500628/ |