মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধ: গাজীপুরের কোনাবাড়ী খোলা পাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দশটার সময় মহানগরের কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মহানগরীর কোনাবাড়ী এশরার নগর হাউজিংয়ের সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৩৫) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুছে যায়। এতে দুজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিছুতেই মানতে পারছেননা তাদের এমন মৃত্যু।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ নাদির উজ্জামান বলেন, রেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষাপটে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর https://corporatesangbad.com/500625/ |