ডিএসইতে আজকের লেনদেন ৩৫৬ কোটি টাকা

Posted on January 23, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৩ কোটি ৪৫ লক্ষ ৩ হাজার ৬৭৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৫৬ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ১৫৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১০.৭১ পয়েন্ট কমে ৫১৬৬.৫৩ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৭২ পয়েন্ট কমে ১৯১৩.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.১৮ পয়েন্ট কমে ১১৬১.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-ওয়াইম্যাক্স ইলেক্ট্র্রোড, মালেক স্পিনিং, এডিএন টেলিকম, খান ব্রাদার্স পিপি, ফারইস্ট নিটিং, সানলাইফ ইন্সুঃ, ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেম, ন্যাশনাল টিউবস্ ও ড্রাগন সোয়েটার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, কাশেম ইন্ডাঃ, পিটিএল, অ্যাম্বী ফার্মা, এনভয় টেক্স, মিডল্যান্ড ব্যাংক, বেঙ্গল উইন্ডসোর, শাহাজীবাজার পাওয়ার, কুইনসাউথ টেক্সটাইল ও মতিন স্পিনিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওয়াইম্যাক্স ইলেক্ট্র্রোড, ফনিক্স ফাইন্যান্স, এডিএন টেলিকম, ন্যাশনাল টিউবস্, রানার অটো, ভিএএমএল আরবিবিএফ, ইফাদ অটোস, জিএসপি ফাইন্যান্স, ওয়াটা কেমিক্যাল ও সিভিওপিআরএল।