হালুয়াঘাটে চোরাচালানের সময় ভারতীয় জিরা ও গরু আটক

Posted on January 23, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হালুযাঘাটের সূর্যপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার বাড়ালাকোনা এবং ডুমনিকুড়া এলাকা থেকে ৬ শ' কেজি ভারতীয় জিরা ও ১০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় হালুযাঘাটের সূর্যপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা বাড়ালাকোনা এবং ডুমনিকুড়া এলাকা থেকে এই ৬ শ' কেজি ভারতীয় জিরা ও ১০টি ভারতীয় গরু আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়,চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব ভারতীয় গরু ও ভারতীয় মালামাল পাচারের চেষ্টা করে।কিন্তু ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ সূর্যপুর এবং তেলিখালী বিওপি’র বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এসব জিরা ও গরু আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীগণ বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে বলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়।