দর পতনের শীর্ষে ওআইমেক্স ইলেকট্রোডস

Posted on January 23, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ২০৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২.৮ টাকা বা ৯ দশমিক ৩০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৭.১ টাকা থেকে ৩১.১ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৩০.৪ টাকা এবং সমাপনি দর ২৭.৩ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৩০.১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৮.৬ টাকা থেকে ৩৪.৮ টাকার মধ্যে।

দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে .২ টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৩.৪ টাকা থেকে ৩.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩.৬ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩.৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩ টাকা থেকে ১৩.১ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা এডিএন টেলিকম লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ১৮ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৯৯.১ টাকা থেকে ১১০.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১১০.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১০৯.১ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১০৪.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭৭.৮ টাকা থেকে ১৫১.৮ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- ন্যাশনাল টিউবস লিমিটেডর ৮৮.৩ টাকা, রানার অটোমোবাইলস পিএলসির ২৯.৭ টাকা, ভ্যানগার্ড এ এম এল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৪.৬ টাকা, ইফাদ অটোস পিএলসির ২১ টাকা, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫.৭ টাকা, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ১১১.২ টাকা, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ১২১.৩ টাকা।