দরবৃদ্ধির শীর্ষে মালেক স্পিনিং

Posted on January 23, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১০৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে মালেক স্পিনিং মিলস পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৪.৩ টাকা থেকে ২৬.১ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ২৪.৩ টাকা এবং সমাপনি দর ২৬.১ টাকা যা আগের কার্যদিবসে ছিল ২৩.৮ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২২ টাকা থেকে ৪২.৩ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা ২ পয়সা টাকা বা ৮ দশমিক ২১ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২৬.৬ টাকা থেকে ২৯.৪ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৬.৮ টাকা আজকের ওপেনিং দর ছিল ২৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২১.৩ টাকা থেকে ৪৭.৫ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৩ পয়সা বা ৭ দশমিক ৩৫ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৪৫ টাকা থেকে ৪৮.৫ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৪৪.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪৫.২ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৪৮.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪১.১ টাকা থেকে ৮৪ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- এম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসির ৭৪৮.২ টাকা, এনভয় টেক্সটাইলস লিমিটেডের ৪১.১ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ২৭.৫ টাকা, বেঙ্গল উইন্সডর থার্মোপ্লাস্টিকস ১৮.৪ টাকা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩১.৮ টাকা, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ১৩.৭ টাকা ও মতিন স্পিনিং মিলস পিএলসির ৪৬.১ টাকা।