ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ বিতরণ সম্পন্ন

Posted on January 23, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানিয়েছে, যে তারা ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের জন্য নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য উক্ত লভ্যাংশ বিইএফটিএন মাধ্যমে পাঠিয়েছে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ৬০ শতাংশ নগদ, ২০২৩ সালে ৮০ শতাংশ নগদ, ২০২২ সালে ১৭০ শতাংশ নগদ, ২০২১ সালে ১৭০ শতাংশ নগদ, ২০২০ সালে ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪.১ টাকা যা ২০২৩ সালে ছিল ১৩.৮৩ টাকা, ২০২২ সালে ছিল ১৭.২১ টাকা, ২০২১ সালে ছিল ১৮.৮০ টাকা ও ২০২০ সালে ছিল ১১.২৬ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৫৯.২৩ টাকা যা ২০২৩ সালে ছিল ৫৩.২২ টাকা, ২০২২ সালে ছিল ৫৬.৩৮ টাকা, ২০২১ সালে ছিল ৫৬.১৮ টাকা ও ২০২০ সালে ছিল ৫৬.৬৪ টাকা।