চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ যাত্রীকে ভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অপরাধে তাদেরকে এ সাজা প্রদান করা হয়। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনা থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়া আন্তঃনগর কপোতাক্ষ, রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে যাওয়া আন্তঃনগর সাগরদাড়ি ও খুলনা থেকে চিলাহাটি অভিমুখে ছেড়ে যাওয়া আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদেরকে সাজা প্রদান করেন পশ্চিম রেলওয়ে রাজশাহী অঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান।
সাজাপ্রাপ্তরা হলেন, নাটোরের লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী এলাকার আমিনুল শেখের ছেলে মুকুল হোসেন, নীলফামারী জেলার মাঝপাড়া এলাকার হোসেন আলীর ছেলে আরিফ হোসেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শহিদুল ইসলামের ছেলে আলামীন, নাটোরের লালপুর থানাধীন চংখপাইল এলাকার বকতারের ছেলে আশিক, ঢাকার দোহার থানাধীন বারহা দোয়ার এলাকার গফফুর আলীর ছেলে শাইন, ঝিনাইদহের কালিগঞ্জ গ্রামের সানোয়ারের ছেলে আতিকুল, কুষ্টিয়ার মীরপুর থানাধীন উত্তর কাঠদহহ এলাকার মিনহাজের ছেলে সুজন আলী, যশোরের দিয়ারা এলাকার মফিজুরের ছেলে বিল্লাল, কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন ইসলামপুর এলাকার আমজাতের ছেলে মামুনী, যশোর জেলার আরএন রোডের মৃত আনারুল হকের ছেলে আমিনুর রহমান, ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে লুৎফর রহমান, খুলনার শেরেবাংলা রোডের সোনাডাঙ্গা এলাকার মৃত শেখ সাইদুল হকের ছেলে জাহিদ হোসেন, যশোর বারোবাজার এলাকার মৃত নিয়ামুল মিয়ার ছেলে কিতাব আলী, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানাধীন মুছরিভুজা গ্রামের ফজলুল হকের ছেলে বাবুল আক্তার, পাবনার ঈশ্বরদী গ্রামের মৃত নান্নুর ছেলে রমজান আলী, নাটোরের পুরাতন ঈশ্বরদী গ্রামের আলী হোসেনের ছেলে ইমদাদুল হক, কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাঠদহ এলাকার ইব্রাহিম খলিলের ছেলে শিপন, একই এলাকার নুর ইসলামের ছেলে ঝন্টু, রাজবাড়ি জেলার উদয়পুর গ্রামের চাঁনখাঁর ছেলে মিলন, পাবনা জেলার ঈশ্বরদী গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ইউসুফ আলী, মেহেরপুরের গাংনী উপজেলার বানদেবপুর গ্রামের হিসাব আলীর ছেলে এনামুল হক, চুয়াডাঙ্গার গোপালের ছেলে বিঞ্চু ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কালীপুর গ্রামের নজির খাঁর ছেলে সোহাগ। সাজাপ্রাপ্তদের মধ্যে চুয়াডাঙ্গার বিঞ্চু ও ঝিনাইদহের কালীগঞ্জের সোহাগকে সকাল থেকে সন্ধা ৬টা পর্যন্ত হাজতবাসের আদেশ দেন। বাকিদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত ২১ যাত্রীকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল রাজশাহী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান দৈনিক পশ্চিমাঞ্চলকে বলেন, রেলওয়ের যে নিয়মিত চেকিংয়ের সময় অনেকে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে থাকে। তারা বিভিন্ন ফাঁক ফোঁকড় দিয়ে বের হয়ে যায়। তারই প্রেক্ষিতে আমার সিদ্ধান্ত নিয়ে ৩টি ট্রেতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছি। অভিযানে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে মোট ২৩ জন যাত্রীকে সাজা দিয়েছি। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আশাকরি বিনা টিকিটে আর কেও ট্রেনে ভ্রমণ করবে না এবং ট্রেনে হকারদের উৎপাত বন্ধ হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ, ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মো. নাসির, সহকারী আলিফ হোসেন ও জাবের, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান, একেএম ইউসুপ পলাশ, চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির আইসি মাসুদ রানাসহ চুয়াডাঙ্গা রেলওয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অপরাধে ২৩ যাত্রীকে সাজা https://corporatesangbad.com/50049/ |