স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর থেকেই নারীদের ক্রিকেটের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগে নারী ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে দেখা গিয়েছিল স্পন্সর। এরই ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে নারী বিপিএলের প্রথম আসর। এই প্রতিযোগিতাটি নারী ক্রিকেটের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে টুর্নামেন্টটির জন্য ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। প্রথম আসরটি তিনটি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, তিনটি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ ছাড়া চতুর্থ দলের জন্য আলোচনা চলছে, তবে চূড়ান্ত না হলে তিন দল নিয়েই টুর্নামেন্ট শুরু হবে।
প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। এ ছাড়া নীতিমালায় একজন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ রাখা হয়েছে। তবে এই বিদেশি খেলোয়াড়দের মান কেমন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করেছে বিসিবি। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা। এ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা, ‘বি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা, সি ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ১ লাখ টাকা।
প্রতি দলে একজন আইকন ক্রিকেটার রাখা হবে। এ-ক্যাটেগরিতে থাকবেন দুইজন, ‘বি’ ক্যাটেগরিতে দুইজন, সি-ক্যাটেগরিতে তিনজন এবং ডি-ক্যাটেগরিতে চারজন খেলোয়াড়।
বাশার বলেন, আমরা আইকন রাখব একজন করে। এ গ্রেডে দুজন, বি গ্রেডে দুজন, সি গ্রেডে তিনজন, ডি গ্রেডে চারজন খেলোয়াড় রাখা হবে। যেহেতু ছেলেদের বিপিএল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই মেয়েদের বিপিএল, আমরা চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের ওপর যাতে চাপ না পড়ে। ৩২ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড় সম্মানী রাখতে পারলে সহনশীল হবে। ৫০ লাখের মধ্যে যাতে টুর্নামেন্ট শেষ করতে পারে।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ৮ থেকে ৯ দিনের মধ্যে শেষ হবে এ টুর্নামেন্ট।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা https://corporatesangbad.com/500488/ |