অর্থ-বাণিজ্য ডেস্ক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ১০ লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার।
বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু বাজারে তার প্রতিফলন হচ্ছে না। সরকার সরবরাহ নিশ্চিত করতে চায়। তাই আমরা খাদ্য মজুদ করতে চাই। তা না হলে ব্যবসায়ীরা সুযোগ নেবার চেষ্টা করে। তাই আমদানি করে হলেও সবসময় মজুদ যথাযথ রাখতে চাই।
আলী ইমাম মজুমদার বলেন, অকাল বন্যার জন্য আউশ ও আমনের ঘাটতি হয়েছে। সামনে আছে বোরো। আশানুরূপ ভালো হলে ঘাটতি কিছুটা মেটাতে পারবো। কিন্তু অপেক্ষা করবো না, আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ হলে খরচ কম হয়। দূরে হলে মাল্টিপল চয়েজ রাখা হবে। আশা করি ঘাটতি হবে না। চাল ও গম মিলিয়ে ১০ লাখ টন আমদানির পাইপলাইনে আছে।
তিনি বলেন, বোরো সংগ্রহ চাহিদা অনুযায়ী না হলে আমদানির পরিমাণ আরও বাড়বে। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে সরকার। ভারত ছাড়া মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি করা হবে। ৩ লাখ টনের মতো গম আনা হবে, যার বেশিরভাগই আসবে রাশিয়া থেকে।
খাদ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেশিরভাগ চাল কেনা হচ্ছে। ভারতে দাম কম এবং পরিবহন তুলনামূলক সহজ। তবে অন্য দেশ থেকেও আনা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন ও ভিয়েতনাম থেকে ১ লাখ টন আমদানি করা হবে।
তিনি বলেন, বাজারে চালের দামের অস্থিরতা কিছুটা কমেছে। ক্রমান্বয়ে দাম আরও কমে আসবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার: খাদ্য উপদেষ্টা https://corporatesangbad.com/500474/ |