সূচকের পতনে কমেছে লেনদেনও

Posted on January 22, 2025

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১২ কোটি ৬২ লক্ষ ৭২ হাজার ৯২৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৩ কোটি ১ লাখ ৭৩ হাজার ৫৯৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৫.৩৭ পয়েন্ট কমে ৫১৭৭.২৪ ডিএস-৩০ মূল্য সূচক ৫.৪৯ পয়েন্ট কমে ১৯১৯.৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৭৬ পয়েন্ট কমে ১১৬৬.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এডিএন টেলিকম, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব, জেনেক্স ইনফোসেস, সানলাইফ ইন্সুঃ ও আফতাব অটোমোবাইলস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বঙ্গজ লিঃ, বিডি অটোকারস, জেনেক্স ইনফোসেস, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পিআরএল, জাহিন স্পিনিং, রানার অটো, মুন্নু সিরামিকস, মার্কেন্টাইল ইন্সুঃ ও এনআরবি ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রেনউইক যজ্ঞেশ্বর, ফারইস্ট লাইফ ইন্সুঃ, এওএল, সেন্ট্রাল ফার্মা, সিএনএ টেক্স, ফাইন ফুডস, পিপলস লিজিং, সিঙ্গার বিডি, হামিদ ফেব্রিকস ও তসরীফা ইন্ডাঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬০৮৬৫৪১১৯০১৫.০০।