সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্যামলী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Posted on January 22, 2025

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্যামলী শাখার উদ্যোগে মঙ্গলবার (২১ জানুয়ারি) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত।

শ্যামলী শাখার ব্যবস্থাপক মোঃ সেলিম উল্লাহ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১ এর প্রধান মোঃ মাজহারুল হক, ব্যাংকের এসভিপি কে এম শরিফুল আলম সহ শাখার কর্মকর্তাবৃন্দ। সমাবেশে দেড় শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।