পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে (২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ২৪৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৪৬.৪ টাকা বা ৬.৯৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৬২০ টাকা থেকে ৬৬৮ টাকার মধ্যেই। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৬২০.১ টাকা এবং সমাপনি দর ৬২৩.৬ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৬৭০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৫০০ টাকা থেকে ৮১৯.৯ টাকার মধ্যে।
দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১.৭ টাকা বা ৫ দশমিক ৬১ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২৮.১ টাকা থেকে ৩১.৩ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩০.৩ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩১.৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৮.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৮.১ টাকা থেকে ৭০.২ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে .৯ টাকা বা ৫ দশমিক ২৬ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ১৫.৪ টাকা থেকে ১৬.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১৭.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৫.৫ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১৬.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১০.৫ টাকা থেকে ৩৩ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১.৭ টাকা, সি এন্ড এ টেক্সটাইল লিমিটেডের ৪.২ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ১৯৩ টাকা, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ২.৩ টাকা, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ১০৬.৭ টাকা, হামিদ ফেব্রিক্স পিএলসির ৯.৩ টাকা ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৯ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর পতনের শীর্ষে রেনউইক যঞ্জেশ্বর https://corporatesangbad.com/500391/ |