দরবৃদ্ধির শীর্ষে ‘বঙ্গজ’

Posted on January 22, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ৯২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে বঙ্গজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৯৬.৫ টাকা থেকে ১০৪.৫ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৯৬.৫ টাকা এবং সমাপনি দর ১০৪.৫ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৯৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৮৩.২ টাকা থেকে ১৩৪.৯ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৮.৪ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৮৪.২ টাকা থেকে ৯২.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৮৪.৩ টাকা আজকের ওপেনিং দর ছিল ৮৮.৯ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৯২.৭ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭০ টাকা থেকে ১৩৫ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস পিএলসির আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ১.৭ টাকা বা ৬ দশমিক ৩৪ শতাংশ। বুধবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২৬.৯ টাকা থেকে ২৮.৯ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৬.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৮.৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২২.৬ টাকা থেকে ৭৫.৪ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৭৪.১ টাকা, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ১২৫.৫ টাকা, জাহিন স্পিনিং পিএলসির ৭.১ টাকা, রানার অটোমোবাইলস পিএলসির ৩১.২ টাকা, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮৩.৬ টাকা, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স পিএলসির ২৭ টাকা ও এনআরবি ব্যাংক পিএলসির ১২.৫ টাকা।