দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের

Posted on January 21, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৯৬ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় ছিল ৬৬ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৪৫.৪৫ শতাংশ। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ দাড়িয়েছে ১১ টাকা ১৯ পয়সা।

সর্বশেষ ২০২৩-২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬ পয়সা। গত ৩০, জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সা।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৯০ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।