৩ কোম্পানির পর্ষদ সভা আজ

Posted on January 22, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পর্ষদ সভা আজ। কোম্পানি গুলো হলো:- মালেক স্পিনিং মিলস লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রানার অটোমোবাইলস পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিগুলোর দিত্বীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর২৪’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

তথ্য অনুসারে, মালেক স্পিনিংয়ের পর্ষদ সভা বেলা ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ হিসাব বছর ৩০ জুন, ২০২৪ কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ার প্রতি লোকশান ছিল ১ টাকা ১৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য ( এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৪ পয়সা।

অপরদিকে এমবি ফার্মার পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ হিসাব বছর ৩০ জুন, ২০২৪ কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে । আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৯ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য ( এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২৬ পয়সা।

এছাড়া রানার অটোমোবাইলসের পর্ষদ সভা বেলা ২:৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ৩০ জুন, ২০২৪ সর্বশেষ হিসাব বছর কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ও উদ্যোক্তা পরিচালকের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৭৫ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য ( এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪৯ পয়সা।