তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় যুবক নিহত

Posted on January 21, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মো. রফিকুল ইসলাম(৩৫) নামের এক মানসিক অপ্রকৃতস্থ যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৪ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা এলাকার একটি রাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের মো. আঃ করিমের ছেলে।সে দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অপ্রকৃতস্থ বলে জানিয়েছেন তার স্বজনরা।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই শরিফুজ্জামান জানান,ভোররাত আনুমানিক ৪ টার দিকে ৯৯৯ এ একটি কল আসে যে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের মধুপুর নামকস্থানে একটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক যুবক মারা গেছেন।সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আমি ও সঙ্গীয় ফোর্স যুবকের লাশ উদ্ধার করি।

এ সময় স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, ওই যুবক মানসিকভাবে অপ্রকৃতস্থ অবস্থায় বারবার রাস্তার এপাশ ওপাশ করছিল। হঠাৎ তারা একটা শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন অজ্ঞাত গাড়ীর ধাক্কায় যুবকটির মৃত্যু হয়েছে।

পরে নিহতের লাশ থানা হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।