ডিএসইতে আজকের লেনদেন ৪৯৯ কোটি টাকা

Posted on January 21, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১টি কোম্পানির ১৭ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৩৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৯৯ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৬৬৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬.৭৯ পয়েন্ট বেড়ে ৫২০২.৬২ ডিএস-৩০ মূল্য সূচক ২.১৫ পয়েন্ট বেড়ে ১৯২৫.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৬৪ পয়েন্ট বেড়ে ১১৭২.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স পিপি, আফতাব অটোমোবাইলস, বেস্ট হোল্ডিংস, ডিএসএসএল, অরিয়ন ফার্মা ও
তৌফিকা ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেস্ট হোল্ডিংস, ইফাদ অটোস, কপারটেক, সোনারগাঁ টেক্সটাইল, বিপিপিএল, প্রিমিয়ার সিমেন্ট, অরিয়ন ফার্মা, স্টাইল ক্র্যাফট, ওয়াটা কেমিক্যাল ও বিবিএস ক্যাবলস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এওএল, বিআইএফসি, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, আফতাব অটোমোবাইল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিকস, নিউ লাইন ক্লথিং, মিডল্যান্ড ব্যাংক ও ঢাকা ডাইং।