দর পতনের শীর্ষে এসোসিয়েটেড অক্সিজেন

Posted on January 21, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে (২১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে ১৫৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১.৯ টাকা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৭.১ টাকা থেকে ১৭.১ টাকার মধ্যেই। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ১৭.১ টাকা এবং সমাপনি দর ১৭.১ টাকা যা আগের কার্যদিবসে ছিল ১৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১০.৫ টাকা থেকে ৩৩ টাকার মধ্যে।

দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে .৬ টাকা বা ৭ দশমিক ১৪ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৭.৭ টাকা থেকে ৮.৬ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৮.৪ টাকা আজকের ওপেনিং দর ছিল ৮.৬ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৭.৮ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৫.৮ টাকা থেকে ১২.৭ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ২.৯ টাকা বা ৬ দশমিক ৯৪ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৩৭.৭ টাকা থেকে ৪২.৩ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৪১.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪১.৭ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩৮.৯ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২২ টাকা থেকে ৭৯.৪ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- ফাইন ফুডস লিমিটেডের ২০১.৯ টাকা, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৩৯.৪ টাকা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪.৬ টাকা, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ১৬.৯ টাকা, নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের ৭.৬ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ২৬.৫ টাকা ও দা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৭ টাকা।