কর্পোরেট ডেস্ক: শিশুর যত্নে দেশব্যাপি মায়েদের নির্ভরযোগ্য ও জনপ্রিয় ব্র্যান্ড প্যারাসুট জাস্ট ফর বেবি তাদের বেবি কেয়ার রেঞ্জের নতুন পণ্য মিল্কি গ্লো বেবি সোপ বাজারে এনেছে। প্যারাসুট জাস্ট ফর বেবি বাংলাদেশের প্রথম ব্র্যান্ড, যারা শিশুদের যত্ন নিশ্চিতে এমন পণ্য দেশিয় বাজারে এনেছে।
জাফরান ও দুধের গুণাগুণ দিয়ে তৈরি হয় মিল্কি গ্লো বেবি সোপ, যা শিশুদের ত্বকের সুস্বাস্থ্য নিশ্চিত করবে। জাফরান ত্বকের উজ্জ্বলতা এবং অ্যালমন্ড মিল্ক ত্বকের কোমলতা নিশ্চিত করে।
প্যারাসুট জাস্ট ফর বেবি’র সব পণ্য শতভাগ নিরাপদ উপাদান দিয়ে তৈরি করা হয়, যা ‘সেইফ কসমেটিকস অস্ট্রেলিয়া’ এই প্রতিষ্ঠানটি কর্তৃক মেইডসেইফ স্বীকৃতিপ্রাপ্ত। ফলে, এই পণ্যগুলো শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
প্যারাসুট জাস্ট ফর বেবি’র লক্ষ্য বেবি কেয়ার পণ্যগুলোর বিস্তৃত পরিসরের মাধ্যমে শিশুর যত্নের সব চাহিদা মেটানো। ব্র্যান্ডের অন্যান্য পণ্যগুলো হলো; বেবি লোশন, বেবি অয়েল, বেবি ওয়াশ, বেবি সোপ, বেবি পাউডার, বেবি শ্যাম্পু, বেবি ফেইস ক্রিম ইত্যাদি।
নতুন মিল্কি গ্লো বেবি সোপ দেশব্যাপি সব গ্রোসারি শপ, কসমেটিক স্টোর, সুপার মল এবং ই-কমার্স প্ল্যাটফর্মে মাত্র ১১০ টাকায় পাওয়া যাচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশে প্রথমবারের মতো মিল্কি গ্লো বেবি সোপ নিয়ে এলো ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’ https://corporatesangbad.com/500262/ |