মাশরাফির গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার খবরটি গুজব

Posted on January 21, 2025

স্পোর্টস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন। ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি বিন মর্তুজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর আর জনসমক্ষে দেখা যায়নি সাবেক সংসদ সদস্য মাশরাফিকে। চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকারসের হয়ে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু ফিটনেসের অভাবে এখনো তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্স কোচ মাহমুদ ইমন।