পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে-সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির মনোনিত পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইবনে-সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির মনোনিত পরিচালক এ কে এম সদরুল ইসলাম পূর্বঘোষণা অনুযায়ী ৫১৫টি শেয়ার কিনেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রচলিত বাজার মূল্যে তিনি এই শেয়ার কিনেছেন। এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি, ২০২৫) তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
ইবনে-সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি ৫০ কোটি মূলধন নিয়ে ১৯৮৯ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৪.৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৯.৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৫.৮৩ শতাংশ শেয়ার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইবনে সিনার এমডির শেয়ার ক্রয় সম্পন্ন https://corporatesangbad.com/500210/ |