উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রত্যান্ত অঞ্চলগুলোতে সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে কৃষকের মাঠ। হিমেল হাওয়ায় দোল খাচ্ছে সরিষার গাছ।গুণ গুণ সুরে মধু আহরণে মাঠে প্রান্তরে ছুটে চলছে মৌমাছি। চলতি মৌসুমে বাম্পার ফলনের প্রহর গুনছেন এই অঞ্চলের কৃষক। মৌমাছির মধু আহরণের প্রভাব বেড়ে যাওয়া সরিষার হলুদ ফুলের পরাগায়ন দ্রুত হয়।এর ফলে ফলন বৃদ্ধি পাচ্ছে।সরিষার বাম্পার ফলনের পাশাপাশি মৌ চাষীরাও মধু সংগ্রহে ব্যাপক লাভবান হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলায় ২৩ হাজার ৬'শ ১৫ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছিলো। গেল মৌসুমে ভালো ফলন হওয়ায় এ বছর ৯'শ ৫৫ হেক্টরেরও বেশি জমিতে সরিষার চাষ করেছে ফলে সরিষা চাষে জমির পরিমান বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজর ৫'শ ৭০ হেক্টর জমি। ধারণা করা হচ্ছে সরিষা উৎপাদন বিগত যে কোন বছরের তুলনায় বেশি হবে। এ বছর সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩৯ হাজর ৩'শ ১২ মেট্রিক টন।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায় আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ব্যাপক ফলন সম্ভবনা রয়েছে। অন্যদিকে সরিষার ব্যাপক ফলনে মধুচাষীরাও সস্তিতে রয়েছেন। মধু উৎপাদনে সরিষার জমির পাশেই বসানো হয়েছে মৌচাষীদের সাজানো বাক্স।
মধুচাষীরা জানান আবহাওয়া বিরুপ প্রভাব না পরায় সরিষার ফলন ভালো হয়েছে। এ কারনে আমরা বেশি পরিমাণ মধু সংগ্রহ করতে পারছি।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.সুবর্ণা ইয়াসমিন (সুমি) জানান, চলতি মৌসুমে রেকর্ড পরিমান সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে। সরিষা চাষের জন্য উপজেলার ১৫ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার স্বরুপ সরিষা বীজ বারী-৯, বারী-১৪,ও বিএডিসি-১ সহ এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও কৃষক নিজ উদ্যোগে বারী-১৭,বারী-১৮, বিনা-৯, ও বিনা-১১ জাতের সরিষা চাষ করেছে। সরিষার ফলন বৃদ্ধি করনের জন্য সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকায় সরিষার ব্যাপক ফলনের আশা করা হচ্ছে। অন্যদিকে ১'শ ২৫ জন মৌচাষী বিভিন্ন অঞ্চলে প্রায় ১৫ হাজার ৩০টি মৌ বাক্স স্থাপন করেছেন। চলতি মৌসুমে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১'শ ৮৩ মেট্রিক টন।কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ের মৌচাষীদের সার্বক্ষণিক তদারকিসহ নির্দেশনা দেওয়া হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলন, লাভের স্বপ্ন দেখছেন কৃষক-মৌ চাষীরা https://corporatesangbad.com/500179/ |