পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে (২০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে ৮১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২.১ টাকা বা ৮ দশমিক ৮২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২১.৫ টাকা থেকে ২৩.৮ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ২৩.২ টাকা এবং সমাপনি দর ২৩.৭ টাকা যা আগের কার্যদিবসে ছিল ২৩.৮ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১১.৯ টাকা থেকে ২৪.৪ টাকার মধ্যে।
দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে .২ টাকা বা ৬ দশমিক ৬৭ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২.৮ টাকা থেকে ৩ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২.৮ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২.৮ টাকা থেকে ৬.২ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা ভ্যানগার্ড এ এম এল বিডি ফাউন্যান্স মিউচুয়াল ফান্ডের
আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে .৩ টাকা বা ৫ দশমিক ২৬ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৫.৩ টাকা থেকে ৫.৮ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৫.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৫.৮ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৫.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪.৭ টাকা থেকে ৭.৩ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল-
ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ টাকা, আরামিট সিমেন্ট লিমিটেডের ১২.২ টাকা, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ৩.১ টাকা, ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭.৪ টাকা, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের ৩.৪ টাকা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ৩২.৪ টাকা, সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের ২৫.২ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর পতনের শীর্ষে রিলায়েন্স ওয়ান ফান্ড https://corporatesangbad.com/500159/ |