পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোম্পানির ১৪ কোটি ৮৮ হাজার ৬৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৪৯৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫০.৭৫ পয়েন্ট বেড়ে ৫১৯৫.৮৩ ডিএস-৩০ মূল্য সূচক ২০.২১ পয়েন্ট বেড়ে ১৯২৩.১০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৬২ পয়েন্ট বেড়ে ১১৭১.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাব, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, আফতাব অটোমোবাইলস, এডিএন টেলিকম, কোহিনূর কেমিক্যাল, ফাইন ফুডস ও মুন্নু ফেব্রিক্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মিডল্যান্ড ব্যাংক, রানার অটোমোবাইল, জেএমআই হসপিটাল, মুন্নু সিরামিক, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, সোনারগাঁ টেক্সটাইল, কোহিনূর কেমিক্যাল, কনফিডেন্স সিমেন্ট ও শাহাজিবাজার পাওয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রিলায়েন্স ওয়ান মি. ফা., তুংহাই নিটিং, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা.১, ফারইস্ট ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, প্রিমিয়ার লিজিং, ঢাকা ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, পাওয়ার গ্রিড ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিএসইতে আজকের লেনদেন ৪২৬ কোটি টাকা https://corporatesangbad.com/500134/ |