মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে পৃথক দুই মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন বিশেষ ক্ষমতা আইনের মামলায়, আরেকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজনকে হত্যার মামলায় গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন– নকলা প্রেসক্লাবের সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠ ও কালবেলার উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন সরকার বাবু এবং একই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি নূর হোসেন।
দুজনের মধ্যে মোশারফ হোসেন নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও। গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নকলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নূর হোসেনকে গত ১৮ জানুয়ারি রাতে নকলা হলপট্টি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আর মোশাররফ হোসেন বাবুকে শেরপুর জেলা শহরের নয়ানী বাজার এলাকা থেকে ১৯ জানুয়ারি বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাংবাদিক নূর হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন বিষয়ে তাঁর ফেসবুকে শেয়ার করে আসছিলেন। এ অভিযোগে ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে নকলা শহরের হলপট্টি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা উপজেলার সমন্বয়ক এসএম মাসুমসহ ১০-১৫ জন ফোন করে ডেকে নিয়ে মারধর করেন ও থানায় নিয়ে যান।
এরপর পুলিশ তাঁকে আটক করে গত বছরের ১২ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে রোববার দুপুরে নূর হোসেনকে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এদিকে সাংবাদিক নূর হোসেনকে আদালতে নিয়ে এলে তাঁর সঙ্গে দেখা করতে শেরপুর আদালতে আসেন নকলা উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকারসহ আরও কয়েকজন সাংবাদিক।
পরে আদালত থেকে ফেরার সময় জেলা শহরের নয়ানিবাজার এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশাররফ হোসেন বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলন নকলার সমন্বয়করা সাংবাদিকদের জানান, সাংবাদিক নূর হোসেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট শেয়ার করে আসছিলেন। এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি সংশোধন না হওয়ায় তাঁকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুরে পৃথক মামলায় দুই সাংবাদিক গ্রেপ্তার https://corporatesangbad.com/500105/ |